রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে বাগান শ্রমিকদের বিশেষ ধরনের চায়ের প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ দিন প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । তাই এখন সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের পাশাপাশি বাড়াতে হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও । সে কারণেই ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কাদম্ববিনি চা বাগান কতৃপক্ষ তাদের বাগানের শ্রমিকদের গোলমরিচ, আদা, দারচিনি জলের সঙ্গে মিশিয়ে বিশেষ ধরনের চা খাওয়ার পদ্ধতি শেখাল । আয়ুর্বেদিক উপায়ে তৈরি কার এই চা মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বলে ধারনা ৷

চা বাগানের ম্যানেজার শমীক ঘোষ বলেন, শ্রমিকদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়ে আমরা কাদম্ববিনি চা বাগানের শ্রমিকদের শেখালাম ও খাওয়ালাম ৷ শ্রমিকরাও খুশি বাগান কতৃপক্ষের এই উদ্যোগে ।