রাস্তায় পড়ে থাকা আহত ষাঁড়দের চিকিৎসা সেবায় মুন্নাবাবু

নিজস্ব প্রতিবেদন ঃ লকডাউনের সময়তো বটেই লকডাউনের আগে থেকেই শিলিগুড়ি চার্চ রোডের বাসিন্দা মুন্না আগরওয়ালা সেবা করে চলেছেন একদল ষাঁড় বা গরুকে। শিলিগুড়ি দার্জিলিং মোড়ের পাশে অগমসিং নগরে চলছে তাঁর এই ধারাবাহিক কাজ।

শিলিগুড়ি মাল্লাগুড়ি রেগুলেটেড মার্কেটের সামনে অনেক ষাঁড় দেখা যায়। সারাদিন সেখানে তারা খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়।আর তার মধ্যেই কখনও কোনও ষাঁড় বা গরু দুর্ঘটনায় আহত হয়। খবর পেয়ে মুন্নাবাবু সেসব আহত ষাঁড় উদ্ধার করছেন। তারপর তিনি সেই সব ষাঁড় নিয়ে যাচ্ছেন তাঁর কারখানার সামনে। কারখানার কর্মী এবং প্রয়োজন হলে প্রানী চিকিৎসকের পরামর্শ নিয়ে আহত ষাঁড়গুলোকে সুস্থ করে তিনি আবার ফিরিয়ে দিচ্ছেন রেগুলেটেড মার্কেটের সামনে। কিন্তু কেন এই কাজ, প্রশ্ন করলে মুন্নাবাবু বলেন, ওরা অবলা। কথা বলতে পারে না। আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে ওদেরও কষ্ট হয়। তাই একটু সেবা দেওয়ার চেষ্টা।