করোনা আবহে পুজো হবে কিভাবে? চিন্তায় যখন পুজো কমিটিগুলো

নিজস্ব সংবাদদাতা ঃ করোনা আবহে পুজো হবে কীভাবে? চিন্তায় যখন পুজো কমিটিগুলো ।মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গদাইপুরে মা পেট কাটি ছবিটা অবশ্য অন্য। পঞ্জিকা মতে ষষ্ঠীর ৪১ দিন আগে শুক্রবার শুরু দুর্গাপুজো। পিতৃ পক্ষের কৃষ্ণা নবমীর আর্দ্রা নক্ষত্র থেকেই নিয়ম মেনে দেবীর আরধনা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এবার আশ্বিন মাস মল মাস হওয়ায় মহালয়া পর্যন্ত দেবী আরধনা চলবে। তারপরের একমাস নিত্যপুজো। কিন্তু এবারে মলমাস পড়ায় তিথি এগিয়ে এসেছে অনেকটা। ফলে শুক্রবারেই হয়ে গেল দেবীর বোধন। তারপর মহালয়া পর্যন্ত পৌরাণিক নিয়মে হবে পুজো। তারপর দিন থেকে প্রতিপদ পর্যন্ত নিত্যপুজো চলবে। ফের প্রতিপদ থেকে ষষ্ঠী বিশেষ পুজোর পর সপ্তমী থেকে নবমী পর্যন্ত হবে মহাপুজো।মুর্শিদাবাদে গদাইপুরে মা পেটকাটি এক অন্যরকম রঘুনাথগঞ্জ-এর গদাইপুরের দুর্গা প্রতিমা। জঙীপুর মহকুমার সবচেয়ে প্রাচীন দুর্গাপুজো। লোকশ্রুতি বহুকাল আগে অষ্টমীর সন্ধি পুজোর সময় এই মা একটি বাচ্চা মেয়েকে গিলে নেয়। পরে একসময় সারা বাড়ি জুড়ে যখন মেয়েটির খোঁজ শুরু হয়, তখন মেয়েটিকে কোথাও না পেয়ে বাড়ির সবাই দুর্গামার কাছে যায় মেয়েটিকে পাবার প্রার্থনা করতে। গিয়ে দেখে যে মেয়েটির পরণের পোষাক দুর্গামায়ের ঠোঁটে লেগে আছে। তখন বাড়ির সবাই বুঝতে পারে মেয়েটিকে মা দুর্গা খেয়ে নিয়েছে। তখন সবাইমিলে দুর্গা মায়ের পেট কেটে মেয়েটিকে বের করে আনে। সেই থেকেই এই মায়ের নাম হয়ে যায় ‘পেটকাটি মা’।