নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃকরোনা জয় করে ঘরে ফিরলেন জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ কর্মী সৌফুল আলম।শনিবার সকালে কোতয়ালী থানায় সৌফুলকে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয় পুলিশের পক্ষথেকে।
গত ৯তারিখে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ কনস্টেবল সৌফুল আলম সহ জলপাইগুড়ি পুলিশ লাইনের ৭জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হন।একই দিনে এই সাত করোনা আক্রান্ত পুলিশ কর্মীকে জলপাইগুড়ি করোনা হাসপাতালে ভর্তি করা হয়। আজ এই ৭জন পুলিশ কর্মী করোনা মুক্ত হওয়াতে জলপাইগুড়ি করোনা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এই সাত পুলিশ কর্মীকে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়। এদিন কোতয়ালী থানার কনস্টেবল সৌফুল আলমকে কোতয়ালী থানার আইসি বিশ্রাশয় সরকার ও ডিএসপি প্রদীপ সরকার সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান। সৌফুল পুলিশ কর্মীর পাশাপাশি নিজে খুব ভালো জাদু দেখাতে পারেন। করোনা হাসপাতালে অন্যান্য করোনা আক্রান্ত রোগীদের জাদু দেখিয়েও তিনি মনোরঞ্জন করেন বলে জানিয়েছেন সৌফুল আলম।ডিএসপি জানিয়েছেন, আমাদের পুলিশ কর্মী করোনা জয় করে ফিরে এসেছেন এতে আমরা খুব খুশি।