করোনার প্রকোপ বাড়ছে পাহাড়ে, শিলিগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত ৪৪, মৃত ৩

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৩ আগস্টঃ দার্জিলিং জেলার সমতলে করোনার প্রকোপ কমলেও প্রকোপ বাড়ছে পার্বত্য এলাকায়। প্রতিদিনই আক্রান্তের খবর আসছে কার্শিয়াং দার্জিলিং সহ অন্যান্য এলাকা থেকে। সংক্রমণ বাড়ছে কালিম্পং জেলাতেও। এই মুহুর্তে শুধুমাত্র দার্জিলিং এর ত্রিবেনী কোভিড হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন মোট ৬২ জন। এরমধ্যে ২০ জন দার্জিলিং জেলার পার্বত্য এলাকার বাসিন্দা হলেও বাকি করোনা আক্রান্ত ৪২ জন কালিম্পং জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং জেলাভূক্ত পার্বত্য এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৫ জন। এর মধ্যে ১১ জন কার্শিয়াং এর বাসিন্দা আর বাকি ৩ জন সুকনা, বিজনবাড়ি ও মিরিকের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পাহাড়ে সংক্রমণ বাড়লেও নিয়ন্ত্রনে রয়েছে শিলিগুড়ি পুর এলাকার করোনা সংক্রমণ। বৃহস্পতিবার শিলিগুড়িতে নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ৪৪ জন। এদের মধ্যে ২৪ জন দার্জিলিং জেলাভূক্ত শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দা, আর বাকি ২০ জন রয়েছেন জলপাইগুড়ি জেলাভূক্ত শিলিগুড়ি পুরসভার সংযোজিত এলাকার বাসিন্দা। এদিন শিলিগুড়ি পুরসভা এলাকার চম্পাসারি, গোয়ালাপট্টি, গুরুংবস্তি, শান্তিনগর, সুভাষপল্লী, হাকিমপাড়া, লেকটাউন, গেটবাজার, ভক্তিনগর, খালপাড়া, সেবকরোড, জ্যোতিনগর, আম্বেদকর কলোনী থেকে করোনার সংক্রমনের খবর মিলেছে।

শিলিগুড়ি পুরসভার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা এলাকার মাটিগাড়া ব্লকে নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন ৭ জন, নক্সালবাড়ি ব্লকে ৯ সেনাকর্মী সহ করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ জন, খড়িবাড়ি ব্লকে ৪ জন এবং ফাসিদেওয়া ব্লকে ২ জনের শরীরে করোনায় সংক্রমনের খবর মিলেছে।

বৃহস্পতিবার শিলিগুড়িতে করোনায় সংক্রামিত হয়ে মারা গিয়েছেন মোট ৩ জন। এদের মধ্যে ১ জন বাগডোগরা গোসাইপুরের রূপ সিং জোতের বাসিন্দা বিশ্বজিৎ অধিকারী বলে জানা গিয়েছে। বাকি ২ জনের পরিচয় জানা যায়নি। দার্জিলিংয়ের জেলা শাসক এস পন্নমবলম জানিয়েছেন, বর্তমানে দার্জিলিং জেলায় করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন ২২৭ জন। বৃহস্পতিবার সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন করোনা আক্রান্ত।