নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃবৃহস্পতিবার আঞ্জুমান খিদতম-এ-খল্ক এর পক্ষ থেকে শিলিগুড়িতে সামসিয়া হাই মাদ্রাসায় একটি সভার আয়োজন করা হয়।সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ, শিলিগুড়ির এসডিও সুমন্ত সহায়,এসিপি ওয়েস্ট চিন্ময় মিত্তাল,শিলিগুড়ি থানার আইসি,মাটিগাড়া থানার ওসি,খালপাড়ার ওসি ও কবরস্থান কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ একাধিক চিকিৎসকরা।
আঞ্জুমান খিদতম-এ-খল্ক এর সদস্য ফিরোজ আমেদ খান জানান,দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৃতের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষ আতঙ্কিত না হয়ে যাতে সচেতন হয়।এমনকি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে পরে সৎকারের ক্ষেত্রে অনেকরকম সমস্যার মুখে পড়তে হয় পরিবারকে।এই সকল সমস্যায় যাতে পড়তে না হয় তার জন্যই তাদের আজকের এই সভা।