নিজস্ব সংবাদদাতাঃএকদিন বাদেই স্বাধীনতা দিবস। প্রতিবছরের মতো এবছরও স্বাধীনতা দিবসের আগেই সতর্ক পুলিশ ও প্রশাসন। বিশেষ করে এবছর লকডাউন ও করোনা আবহে বাড়তি নজর রাখছে পুলিশ। তাই স্বাধীনতা দিবসের আগে
শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ থানার অধীন বেলাকোবা ফাঁড়ির পক্ষ থেকে নাকা চেকিং করা হচ্ছে।
বৃহস্পতিবার শিলিগুড়ি জলপাইগুড়ি ভায়া বেলাকোবা রাজ্য সড়কে দেবেন্দ্রপুর এলাকায় নাকা চেকিং করতে দেখা যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশকে। ওই সড়ক দিয়ে যাতায়াতকারী সবরকম যানবাহনকে থামিয়ে খুঁটিয়ে তল্লাশি করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসে নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে আগে থেকেই নাকা চেকিং করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস পার করাই এখন পুলিশের প্রধান লক্ষ্য।