নিজস্ব সংবাদদাতাঃকরোনার আতঙ্ক সরিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে ডুয়ার্সের পর্যটন।দীর্ঘ লকডাউন চলার সময় পর্যটকরা না আসার দরুন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের।যার প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছিল এলাকার অর্থনীতির উপর।শেষ পর্যন্ত খানিকটা হলেও আশার আলো দেখতে শুরু করেছেন পর্যটন ব্যবসায়ীরা।কারন করোনার ভ্রুকুটিকে উপেক্ষা করে শনিবার মাদারিহাটে আসেন উত্তর চব্বিশপরগনার জগদ্দলের দুটি পরিবারের এগারো জন সদস্য।
জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া একটি বেসরকারী রিসর্টে উঠেছেন তাঁরা।কলকাতা থেকে নিজেদের গাড়িতে এসেছেন ওঁরা।সাতসকালে উঠে দল বেঁধে তাঁরা চষে বেড়াচ্ছেন জল-জঙ্গল-পাহাড়।ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী যে ওই পর্যটকদের হাত ধরেই খুলে যাবে পর্যটনের বন্ধ দরজা।কারন ফুরসত পেলেই যে বাঙালি পায়ে সর্ষে দিয়ে বসে থাকে, করোনার আতঙ্কে লকডাউনে আটকে থাকা বাঙালি যে বাধন ছিঁড়ে বেরিয়ে আসবে, সেই আশাতেই বুক বাঁধতে শুরু করেছে ডুয়ার্সের পর্যটন সংস্থা গুলি।