নিজস্ব সংবাদদাতা,১৫জুলাই,শিলিগুড়িঃশিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে একটি প্রশাসনিক বৈঠক শেষ হবার পর বুধবার রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শিলিগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে কোভিড পজেটিভ এর সংখ্যা বেশ কিছুটা বেড়ে যাওয়ার ফলে বৃহস্পতিবার সকাল নটা থেকে আগামী সাত দিনের জন্য শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ড সম্পূর্ণরূপে লকডাউনে থাকবে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় জিনিসপত্রের ওপর ছাড় থাকবে। মন্ত্রী আরও জানান, গত এপ্রিল মাসে লকডাউন এর সময় যা যা পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই সমস্ত বিষয় এবারও বলবৎ থাকছে। এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, দার্জিলিংয়ের জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা।

এদিকে বুধবার বিকেল ৫ টা থেকে আগামী ১৯ জুলাই রাত ১২ টা পর্যন্ত জলপাইগুড়ি শহরে বলবৎ হল সম্পূর্ণ লকডাউন। বন্ধ থাকছে জরুরি পরিসেবা বাদে বিভিন্ন দপ্তর, হাট, বাজা, যানবাহন প্রভৃতি।