নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃপশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় ৬৮৭ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করল শিলিগুড়ির বঙ্গতনয়া রিঙ্কিনি ঘটক। শিলিগুড়ির ২২ নম্বর ওয়ার্ডে অরবিন্দ পল্লীর বাসিন্দা স্বর্গীয় পিতা হিমাদ্রি ঘটক এবং মা আইনজীবী ভাস্বতী ভট্টাচার্য ঘটক এর একমাত্র কন্যা সন্তান রিঙ্কিনি। এই বঙ্গতনয়া শিলিগুড়ি গার্লস এর ছাত্রী।
এই সাফল্যের পেছনে সে জানায়, তার বাড়ির অভিভাবক এবং স্কুলের অবদান অনেকটাই আছে। পড়াশোনার ক্ষেত্রে সে জানায় ঘড়ি ধরে কোনরকম পড়ালেখা করত না, যতটা পড়ার সময় সেই অনুযায়ী পড়ত। ছবি আঁকতে ও গান শুনতে ভালোবাসে রিঙ্কিনি।বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনতে ভালোবাসে ও। তার এই সাফল্যের বিষয়ে ২২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর রিঙ্কি দাস শুভেচ্ছা জানিয়ে বলেন, আমার ওয়ার্ডে এমন একটি মেধাবী ছাত্রী আছে খবর শুনে আমার খুবই ভালো লাগছে। এদিন রিঙ্কিদেবী রিঙ্কিনিকে শুভেচ্ছা জানান। রিঙ্কিনির এই সাফল্যে শিলিগুড়ির বহু মানুষ খুশি।