নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃঃ ৬৮৫ নম্বর পেয়ে মাধ্যমিকে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করল বরুণাদিত্য সাহা। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র বরুণাদিত্য সাহা মাধ্যমিকে ৬৮৫ নম্বর পেয়ে সম্ভাব্য অষ্টম স্থানের অধিকারী হয়েছে।বরুণাদিত্যের সাফল্যে খুশি জেলাবাসী।

জলপাইগুড়ি জেলার পুরসভা এলাকার সুভাষ লেনের বাসিন্দা বরুণাদিত্য সাহা জলপাইগুড়ি জেলা স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবার জেলা নাম উজ্জ্বল করেছে । বরুণাদিত্য সাহা আগামীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনো করবে বলে জানায়।
বরুণাদিত্যর বাবা বেলাকোবা স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। তিনি জানান,ছেলে ভালো ফল করবে এই আশা প্রথম থেকেই ছিল। ৬৮০-৬৮৫ নম্বর পাবে এটা আশা করেছিলাম। এখন ছেলে যেভাবে পড়তে চায় সেভাবেই পড়াব।সম্পুর্ন ওর ওপরেই ছেড়ে দিয়েছি আমরা।