শিলিগুড়ির হরিজন শিশুদের ছবি আঁকা শেখাতে স্কুল

নিজস্ব প্রতিবেদনঃহরিজন পরিবারের শিশুদের জন্য চিত্র প্রশিক্ষণ কেন্দ্র খুললো শিলিগুড়ির ইউনিক স্বেচ্ছাসেবী টিম।

শিলিগুড়ি শহরের জংশন সংলগ্ন বি আর আই কলোনিতে সমাজের পিছিয়ে পড়া বহু হরিজন পরিবারের বসবাস ।সেইসব পরিবারের ছেলেমেয়েদের ছবি আঁকা শেখানোর দায়িত্ব গ্রহণ করলেন শহরের স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক ফাউন্ডেশন টিমের সদস্যরা । তাদের অনেকের মধ্যে ছবি আঁকা শেখার ইচ্ছে ছিল কিন্তু আর্থিক সামর্থ্য নেই । আবার অনেকে
হরিজন এলাকায় গিয়ে ছবি আঁকা শেখাতে রাজি ছিলো না। শেষে এগিয়ে এলো শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম । সেই সব পিছিয়ে পড়া ছেলেমেয়েদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হলো ছবি আঁকার বিভিন্ন উপকরন, তার সঙ্গে অন্যান্য সামগ্রী । সংস্থার পক্ষে স্বেচ্ছাসেবী অরুপ দাসগুপ্ত বলেন, ‘শিলিগুড়ি নিষিদ্ধ পল্লীর শিশুদের ক্যারাটে শেখানোর পর এবার হরিজনদের ছবি আঁকা শেখানোর গুরু দায়িত্ব গ্রহণ করলো আমাদের ইউনিক টিম ।’ ওই এলাকার এক বাসিন্দা আনন্দ বাসফোর বললেন, ‘ হাম লোগ পেহেলে বহুত সারে এনজিওকো বুলায়া থা, কম্বল দান, মেডিক্যাল ক্যাম্প করকে চলা গেয়া । কুচ্ছ দিন পেহেলে মেয়নে খবর দিয়া থা ইউনিক ফাউন্ডেশন টিমকো। ইন লোগ আজ আ কর হামারা বাচ্চেকে লিয়ে জিস প্রকার সে সোচা , স্যালুট ইউনিক টিমকে। এন লোগো নে হামারা এলাকা মে আজ এক আর্ট অ্যাকাডেমি খোলা । এদিন সেখানে চিত্র প্রশিক্ষন কেন্দ্র খোলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী অভয়া বোস ।