পড়াশোনার পাশাপাশি প্রতিমা তৈরি করে সায়ন

শিল্পী পালিত ঃ আজকের আত্মকথা বিভাগে শিলিগুড়ি চম্পাসারির কিশোর সায়ন চৌধুরীর কথা মেলে ধরা হচ্ছে–

—আমি সায়ন চোধূরী। বাড়ি শিলিগুড়ি চম্পাসারি সমর নগরে। এখানেই আমার বড় হয়ে ওঠা। ছোটো থেকেই পড়াশোনার পাশাপাশি আমি ঠাকুর বানাতে খুব ভালবাসি। আমি মার্গারেট সিস্টার নিবেদিতা স্কুলে পড়াশোনা করি। আমি এবার মাধ্যমিক দেব। তারমধ্যেই চলছে এই ঠাকুর বানানোর কাজ। আমার এই ঠাকুর বানানো দেখে সবাই খুব প্রশংসা করে। আমি নিজেই ঢাক বাজাই। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।
সকলের শুভ কামনা ও আশীর্বাদ থাকলে জীবনে হয়ত অনেক বড় কিছু হতে পারব এটাই কামনা করি।
নমস্কার