কলমই অক্সিজেন জয়নগরের মিঠুদেবীর কাছে

শিল্পী পালিতঃ দক্ষিন ২৪ পরগণার মিঠু নস্করের কাছে কলমই অক্সিজেন। কলমই তাঁর কাছে শক্তি। পড়ুন তাঁর এই আত্মকথায়-

“তুমি আর প্রেমকথা নিরাভরনীয়, ভালোবাসা গভীর হলে হৃদয়েতে নিও”কথা সাজাই এভাবে,, অনেক না বলা কথা। কথার উপর কথা সাজিয়ে মনটাকে হাল্কা করি নিজেই। না, ছোটোবেলাতে খুব কিছু লিখিনি কখনও। বাবা অনেক যত্ন করে গানের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। পড়াশোনা আর গান এই ছিলো জীবন। ক্লাস এইটের পর টুকিটাকি লিখতাম ডায়েরীর পাতায়,, লাল গোলাপের পাপড়ি রাখতাম ডায়েরীর পাতার ভাঁজে,, সাথে কয়েকটা লাইন। কালের নিয়মে প্রেম আসে, বিয়েও হয়ে যায়,গান,চাকরী,লেখালেখি সবকিছুকে বিদায় জানিয়ে চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে যাই দিনের পর দিন। বন্দী হয়ে যাই মনে প্রানে, দিন বাড়ে রাত বাড়ে সাথে সাথে অবিচার, অত্যাচার, সন্দেহ, সব বাড়তে থাকে, ততদিনে দুটো সন্তান এসে যায় জীবনে। আমাকে নতুন করে বাঁচতে শেখায়। সব কিছু সহ্য করে কেটে যায় ষোলোটা বছর,, দেওয়ালে পিঠ ঠেকে যায়। মানসিক অবসাদে ভুগতে থাকি। আর শেষ পর্যন্ত বাঁচার জন্য কলম ধরি। সেই শুরু, লেখালেখিতে ডুবে যাই। এই লেখার জন্য আমাকে কম অত্যাচার সহ্য করতে হয় নি। শেষে এর একবছর পর আমি দুটো সন্তানকে নিয়ে সেপারেশন নিই। বাপের বাড়িতে ফিরে আসি,, অনেক কষ্ট করে বাচ্চাদের মানুষ করার পাশাপাশি লেখালেখি চলতে থাকে। যা মন চায় লিখি,, আনন্দে, কষ্টে সবকিছুতেই কলমের সাথে খেলা করি। বিভিন্ন পত্র পত্রিকাতে ডাক পড়ে,, লেখা প্রকাশ হতে থাকে আমার। এরপর বিভিন্ন কাব্য গ্রন্থে লেখার আমন্ত্রণ পাই,, যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় অনেকগুলো। তারপর আমার নিজের একক কাব্যগ্রন্থ প্রকাশ পায় 2019 সালে “আনকোরা মেয়ে ও ফেরিওয়ালা “।আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ “স্রোতস্বিনীর সাঁকো”র কাজ চলছে। আমার সন্তানরা সবসময় আমার পাশে থেকেছে।সবসময় সাপোর্ট করে আমাকে। জীবনে আলো অন্ধকার দুটো দিকই থাকে। মনকে শক্ত করে এগিয়ে যেতে হয় সামনে,, আলোর সন্ধানে,, একটা চাকরী পেয়েছি, দুটো বাচ্চাকে বড়ো করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি সামনে আরও সামনে। আর কলমকে আঁকড়ে ধরেছি আমার অক্সিজেন হিসাবে। লিখতে লিখতেই যেন পার করে যেতে পারি বাকি জীবন। আমি বেশ বুঝি এই কলমই আমার একমাত্র শক্তি। আমৃত্যু এই কলমের পূজা করে যাবো এই সংকল্প নিয়ে এগিয়ে চলেছি দুটো সন্তানের হাত ধরে।”

মিঠু নস্কর
পিতা :অরুন কান্তি নস্কর
মাতা :নিলীমা নস্কর
জয়নগর জয়চন্ডীতলা,
P. O জয়নগর মজিলপুর
P. S জয়নগর
জেলা: দক্ষিণ চব্বিশ পরগনা