নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৮ জুনঃ ১০ মিনিটের জন্য সমস্ত বাজারের আলো নিভিয়ে, মোমবাতি জ্বালিয়ে শহিদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি, চিনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন শিলিগুড়ি শেঠ শ্রীলাল মার্কেটের ব্যবসায়ীরা। চিন সেনার আক্রমণে শহিদ ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে ১০ মিনিটের জন্য সমস্ত বাজারের আলো নিভিয়ে দিয়ে মোমবাতি জ্বালিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন ব্যবসায়ীরা।
এরপর শহিদদের উদ্দেশ্যে টানা ১০ মিনিট হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থেকে ভারত মাতা কি জয়, বন্দেমাতরম, শহিদ তুমি অমর রহে স্লোগান দিতে থাকেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমস্ত শেঠ শ্রীলাল মার্কেট। যথাসম্ভব চিনা দ্রব্য বর্জনেরও অঙ্গীকার করেন ব্যবসায়ীরা। শিলিগুড়ি শেঠ শ্রীলাল মার্কেটে ১২০০-এর উপরে দোকান রয়েছে। ফুটপাথের ডালা মিলিয়ে সংখ্যাটা ২ হাজার ছাড়াবে। সব দোকান মালিক এবং কর্মচারী মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষ বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি চিনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন।