নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ঃভুটান ও কালিম্পং পাহাড়ে লাগাতর বৃষ্টির ফলে পাহাড়ের জলে প্লাবিত হল জলপাইগুড়ি জেলার গয়েরকাটা, বিন্নাগুড়ি, বানারহাট, চামুর্চি সহ বিভিন্ন এলাকা। গয়েরকাটা থেকে চামুর্চি পর্যন্ত প্রায় ১০০ চা বাগান ডুবে রয়েছে জলে। হাতি নালার জলে ভাসল বিন্নাগুড়ির নেতাজীপাড়া,এস এম কলোনী।জল বইছে তেলিপাড়া চা বাগান দিয়ে।
পাহাড়ে বৃষ্টির জেরে হাতি নালায় হড়কা বানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ডুয়ার্সের বিন্নাগুড়ি এলাকায়।জল বইছে বিন্নাগুড়ি হলদিবাড়ি চা বাগান মধ্যবর্তী সড়কের উপর দিয়ে।প্লাবনে জলের তলায় চা গাছ।বিন্নাগুড়ির বসতি এলাকায় জল ঢুকে ব্যাহত হয়েছে জনজীবন।রাস্তার উপর দিয়ে জল যাওয়ায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে।ডুয়ার্সের প্লাবিত বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০টি পরিবাকে উদ্ধার করে উচু জায়গায় নিয়ে এসেছে প্রশাসন।
গয়েরকাটার বন্যা পরিস্থিতি ভয়াবহ।আংরাভাষা নদীর জলে তলিয়ে গেল তিনটি বাড়ি। এখনো দুটি বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। তাই সমস্ত বাড়ির সরঞ্জাম সরিয়ে অন্যত্র সরে যাচ্ছে এলাকার বাসিন্দারা। আতঙ্কে রয়েছে গয়েরকাটা চা-বাগানের বিঘা লাইন এলাকার সমস্ত বাসিন্দা। এলাকা পরিদর্শনে যান পঞ্চায়েত সমিতির সদস্যা সীমা চৌধুরী। শতাধিক গাছ ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে।বানারহাট, বিন্নাগুড়ি, গয়েরকাটা সহ বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। ঘরে ঘরে জল ঢুকে বাসিন্দাদের ঘরের প্রচুর জিনিসপত্র নষ্ট হয়েছে।