জলপাইগুড়িতে একদিনে করোনা আক্রান্ত ১৩ জন

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ জলপাইগুড়ি শহরে ফের করোনার থাবা। বৃহস্পতিবার একসঙ্গে একদিনে করোনাতে আক্রান্ত হলেন ১৩ জন। পুর এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬৮ জন। এতজন একদিনে এর আগে আক্রান্ত হয়নি বলে দাবি। অন্যদিকে শহরের ২১ নম্বর ওয়ার্ডে করোনায পজিটিভ একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পুরসভার দাবি মৌখিকভাবে মৃত্যুর খবর পাওয়া গেলেও এখনো রিপোর্ট এসে পৌঁছায়নি। বাসিন্দাদের সুরক্ষার কথা চিন্তা করে এলাকাকে জীবাণুমুক্ত করল পুরসভা।

অন্যদিকে শহরের ১৭ নম্বর ওয়ার্ডের সংস্কৃতি পাড়াতে একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ওই এলাকায় কয়েকজনের করোনা উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। ১৮ অগস্ট ১১ নম্বর ওয়ার্ডের আদর পাড়া এলাকায় আরাধনা ক্লাবের মাঠে করোনা অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল প্রায় একশো জন বাসিন্দার। পুরসভা ও স্বাস্থ্য দফতর যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করে। তাঁদের মধ্যে ১৩ জন করোনাতে আক্রান্ত হয়েছে বলে দাবি। ১২ জনের বাড়ি আদর পাড়াতে। একজনের বাড়ি সংস্কৃতি পাড়াতে। এদিন সংস্কৃতি পাড়ার আক্রান্তের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করে কনটেনমেন্ট জোন করে পুরসভা। অন্যদিকে আক্রান্তের পাশেই এক পরিবারের তিনজনের করোনা উপর্সগ রয়েছে।পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য নিপু সাহা বলেন, “১৩ জন করোনাতে আক্রান্ত হয়েছেন নতুন করে। সব জায়গায় জীবাণুমুক্ত করে কনটেনমেন্ট জোন করা হচ্ছে।