বৃষ্টিতে কালজানী নদীর থাবা ভারত বাংলাদেশ সীমান্তের বালাভূতে

নিজস্ব সংবাদদাতা,তুফানগঞ্জঃ গত কয়েক দিনের বৃষ্টিতে কালজানী নদীর থাবা পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তের বালাভুত গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। নদী ভাঙ্গনের ফলে গৃহহীন গ্রামের বেশ কিছু বাসিন্দা।

কয়েকদিনের বৃষ্টিতে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের সীমান্তবর্তী বালাভুত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি, চর ঝাউকুঠি, চর বালাভুত এলাকার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী ভাঙ্গনের ফলে বেশ কিছু বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে, কেড়ে নিয়েছে চাষের শেষ সম্বলটুকুও। বাড়ি ভেঙ্গে যাওয়ায় সহায় সম্বল হারিয়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকেই। পাশাপাশি কালজানী নদীর অসংরক্ষিত স্থানে প্রায় এক কিলোমিটার এলাকার কাটাতার সহ সীমান্তের রাস্তা ভেঙ্গে গেছে কালজানী নদীর স্রোতে।ভেঙ্গে পড়েছে ৫ টি হাইমাষ্ট টাওয়ার। পাশাপাশি এই এলাকার বেশ কয়েকটি বাড়ি, ফসলের জমি চলে গিয়েছে নদীগর্ভে। ঝাউকুঠি এবং চর ঝাউকুঠি এলাকায় প্রায় ১০০ একর জমি নষ্ট হয়েছে।