দার্জিলিং জেলায় নতুন করে করোনা আক্রান্ত ১৭, মৃত্যু ৬ জনের

নিজস্ব সংবাদদাতা ঃ উদ্বেগ বাড়িয়ে শিলিগুড়িতে করোনা আক্রান্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হল ৬ জনের। এর মধ্যে শিলিগুড়ি প্রধান নগর এলাকার একটি নার্সিং হোমে মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের মধ্যে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ২ জন, শিলিগুড়ির বিশাল সিনেমা হল এলাকার ১ জন এবং বিহারের ১ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালির কোভিড হাসপাতাল ডিসানে মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের মধ্যে জলপাইগুড়ির পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের একজন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট এক চিকিৎসকের বাবার ডিসানে মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

অন্যদিকে, সংখ্যায় কিছুটা কমে মঙ্গলবার দার্জিলিং জেলায় নতুন করে ১৭ জনের সোয়াব টেস্ট রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে। এর মধ্যে শিলিগুড়ি পুরসভা এলাকায় ৬ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের ২ জন, ৩ নম্বর ওয়ার্ডের ১ জন, ৪০ নম্বর ওয়ার্ডের ১ জন, ৪৬ নম্বর ওয়ার্ডের ১ জন এবং ৪৭ নম্বর ওয়ার্ডের ১ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। অন্যদিকে, চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের মিলনমোর দেবীডাঙ্গা এলাকার ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।দার্জিলিং জেলার নক্সালবাড়ি ব্লকে ৫ জন, মাটিগাড়া ব্লকের ৪ জন এবং ফাঁসিদেওয়া ব্লকের ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। কালিম্পং-এর ৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এই ৪ জনেরই বিহার ঘুরে আসার ট্রাভেল হিস্ট্রি রয়েছে।দার্জিলিং এবং কালিম্পং জেলা মিলে গত ২৪ ঘন্টায় মোট ২৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন।