জলপাইগুড়ি শহরে একদিনে করোনায় আক্রান্ত ১০, মৃত্যু এক বৃদ্ধের

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃএই প্রথম জলপাইগুড়ি শহরে একদিনে করোনায় আক্রান্ত হলো ১০ জন। মৃত্যু হলো এক করোনা আক্রান্ত বৃদ্ধের।আক্রান্তদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের এক বন্দী ও এক ব্যাঙ্ক কর্মী।উদ্বিগ্ন জলপাইগুড়ি পুরসভা।

গত ৫দিনে জলপাইগুড়ি পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ২৪জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা।শহরে লকডাউন হলেও রাস্তায় লোক দেখে বোঝার উপায় নেই যে লকডাউন চলছে।আজ সব থেকে বেশি পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা। আজ মোট ১০জন ব্যক্তির শরীরে মিললো করোনার ভাইরাস। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২৪নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধের। উদ্বিগ্ন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা।আজকের আক্রান্তদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি মার্চেন্ট রোডে অবস্থিত স্টেট ব্যাঙ্কের এক মহিলা কর্মী, জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের এক বিচারাধীন বন্দী। আগামী ৫দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের শাখা, আক্রান্ত সবাইকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি করোনা হাসপাতালে। অন্যদিকে শহরের ২৪নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়ির দিশান করোনা হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি।