করোনা নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করছে বেসরকারি হাসপাতাল

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা দুর্যোগ শুরু হওয়ার পর সেই মার্চ মাসের শেষ পর্ব থেকে সতর্কতার সঙ্গে কাজ করছেন শিলিগুড়ি সেভক রোডের আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটালের ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। সেখানে করোনা আক্রান্তদের জন্য আলাদা আইসোলেশন বিভাগ খুলে চিকিৎসা হচ্ছে যত্নের সঙ্গে। ওই হসপিটালের জেনারেল ম্যানেজার বাবুল বিশ্বাস শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, তারা সবসময় এই দুর্যোগের সময় রোগীর পাশে আছেন। চব্বিশ ঘণ্টা তাদের রোগী পরিষেবা চালু রয়েছে।

অন্যদিকে কলকাতায় এক খবরে প্রচার হয়েছে যে কলকাতার আনন্দলোক হাসপাতালের সব শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাবুলবাবু বলেছেন, সর্বস্তরের মানুষদের আমরা পরিস্কার করে জানাতে চাই যে শিলিগুড়ি সেভক রোডের আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটালের কোনও শাখা নেই। কলকাতায় আনন্দলোক হাসপাতালের সব শাখা বন্ধ বলে যে খবর প্রচারিত হয়েছে তার সঙ্গে শিলিগুড়ির আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটালের কোনও সম্পর্ক নেই। শিলিগুড়ির আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটাল পুরোটাই আলাদা। কাজেই শিলিগুড়ির আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটালের বিষয়ে কেও কোনোভাবে বিভ্রান্ত হবেন না।বাবুলবাবু আরও বলেছেন, আমাদের কথা হলো — নয় ভয়, হবে জয়। আপনাদের সম্পূর্নরুপে পরিষেবা দিতে আমরা প্রস্তুত। সুস্থ থাকুন, আমরা আপনাদের পাশে আছে সবসময় , ২৪x৭। শিলিগুড়ির আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটাল রোগীদের স্বার্থে আগামীদিনে আরও কিছু উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প গ্রহন করেছে। তাই সঙ্গে থাকুন, বিভ্রান্তিমূলক প্রচার এড়িয়ে চলুন।