শনিবার শিলিগুড়িতে করোনায় আক্রান্ত ৪৩, মৃত ২

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২২ আগস্টঃ গত দুদিনের তুলনায় শনিবার শিলিগুড়ি পুর এলাকায় কিছুটা কমেছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। এদিন শিলিগুড়ি পুর এলাকার দার্জিলিং জেলাভূক্ত ৩৩ টি ওয়ার্ডে করোনার সংক্রমণ মিলেছে ২৮ জনের শরীরে। বাকি ১৪ টি সংযোজিত ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়েছে ১৫ জন। এদিন শিলিগুড়ি পুর এলাকার ১ ৫ ১১ ১৩ ১৪ ১৮ ২১ ২৪ ২৫ ২৭ ২৮ ৩১ ৩২ ৩৫ ৩৮ ৩৯ ৪৭ নম্বর ওয়ার্ডে করোনার সংক্রমনের খবর মিলেছে।

শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে নতুন করে এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ জন, মাটিগাড়া ব্লকে আক্রান্ত হয়েছেন ২২ জন, ফাসিদেওয়া ব্লকে ২ জন, খড়িবাড়িতে ২ জনের শরীরে করোনার সংক্রমন মিলেছে।

এদিন দার্জিলিং পার্বত্য এলাকার কার্শয়াং-এ করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন, দার্জিলিং পুর এলাকায় ২০ জন, তাকদাহ তে আক্রান্ত হয়েছেন ৭ জন, সুখিয়াপোখরি এলাকায় আক্রান্ত ৩ জন, পুলবাজারে ১ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে।

শনিবার শিলিগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এরমধ্যে একজন বাংলাদেশের নাগরিক শুভংকর চক্রবর্তী, দ্বিতীয় জন শিলিগুড়ির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কানাইয়া লাল শর্মা বলে জানা গেছে। এদিন দার্জিলিং জেলায় সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন মোট ২৩ জন করোনা আক্রান্ত।