লিচু পাকার সময় হয়নি, কাঁচা লিচুই বিক্রি করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদন ঃ  এখনো লিচু পাকার সময় হয়নি।কিন্তু তা সত্বেও বেশি
লাভের আশায় কাঁচা অবস্থাতেই লিচু বিক্রি করা হচ্ছে মালদার বাজারে। শনিবার মালদা শহরের গৌড় রোড় এলাকায় উদ্যানপালন আধিকারিক সামন্ত লায়েক জানালেন,বিষয়টি সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই সচেতন হওয়ার সময় এসেছে।
চলতি মাসের শেষ সপ্তাহ লিচু পাকার উপযুক্ত সময়। কিন্তু তার আগেই মালদার বাজারে ছেয়ে গেছে বহু কাঁচা লিচু।
মালদা শহরের রথবাড়ি থেকে অলিগলি ভ্যানে করে দেদার বিক্রি হচ্ছে লিচু। অধিক মুনাফা লাভের আশায় কাঁচা অবস্থাতেই গাছ থেকে লিচু ভেঙে বিক্রি করছে চাষিরা। আর সেই কাচা লিচু শহরে নিয়েও হাজির হচ্ছেন কিছু ব্যবসায়ী।সেই লিচুর দামও আকাশ ছোয়া। ১০০ টাকা প্রতি কেজি । অনেকেই না জেনেবুঝে কিনে ফেলছেন লিচু। লিচুর একটি অংশ হালকা লাল,অপর অংশ এখনো সবুজ। মে মাসের শেষ সপ্তাহে বাজারে চলে আসবে বোম্বাই লিচু। চাষীদেরকে তাই কাঁচা অবস্থায় যাতে লিচু ভাঙ্গা না হয় তার আবেদন করেছে উদ্যান পালন বিভাগ । ক্রেতা এবং বিক্রেতাদের বিভিন্ন রকম ভাবে সচেতন করার উদ্যোগও নিয়েছে ওই দপ্তর।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —