করোনা পরিস্থিতি মোকাবিলায় হেল্পলাইন নম্বর সহ একাধিক পরিষেবা চালু করছে শিলিগুড়ি পুরসভা

নিজস্ব সংবাদদাতাঃকরোনা মোকাবিলায় হেল্পলাইন নম্বর সহ একাধিক পরিষেবা চালু করছে শিলিগুড়ি পুরসভা। মঙ্গলবার দার্জিলিং জেলা টাস্ক ফোর্সের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পর বুধবার বৈঠকে বসে শিলিগুড়ি পুরসভা। বৈঠক শেষে পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্য শংকর ঘোষ জানান, করোনা মোকাবিলায় বৃহস্পতিবার থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে শিলিগুড়ি পুরসভা। সপ্তাহের ৭ দিনই সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই হেল্পলাইন নম্বর খোলা থাকবে। হেল্প লাইন নম্বরটি হল 80162 77748।

অন্যদিকে শিলিগুড়ি পুরসভার ১ নম্বর এবং ৫ নম্বর বরোর কোভিড আক্রান্ত পরিবারের প্রাথমিক সংস্পর্শে যারা এসেছেন, তাদের জন্য ৪৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর প্রাইমারি হেলথ সেন্টারে সোয়াব সংগ্রহ কেন্দ্র খোলা হচ্ছে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এছাড়া শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে বয়স্ক, গর্ভবতী এবং চলাচলে অক্ষম মানুষদের জন্য ভ্রাম্যমাণ সোয়াব সংগ্রহ কেন্দ্র চালু করা হবে।এদিকে মঙ্গলবার দার্জিলিং জেলা টাস্ক ফোর্সের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শিলিগুড়ি পুরসভার বিভিন্ন এলাকায় ১৫০ বেডের সেফ হোম চালু করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্য শংকর ঘোষ।