নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি জেলা পুলিশ রবিবার ধূপগুড়ি ব্লকের কাঁঠাল গুড়ি চা বাগানে এক কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে সহযোগিতা করে বানারহাট থানা।পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ছাড়াও ডি এস পি, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সেখানে। পুলিশ সুপার অনেক গরিব মানুষের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে একদল শিশু শিল্পী দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে।সেই শিশু শিল্পীরা হলো সপ্তমী মজুমদার, জিগমিষা দে, কাঙ্খিত দাস,সিনড্রেলা দে এবং আকাঙ্খা বিশ্বাস। সুন্দর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করায় পুলিশ সুপার এই শিশু শিল্পীদের নগদ দুহাজার টাকা এবং স্মারক দিয়ে পুরস্কৃত করেন।