জংশনে পড়ে থাকা অসুস্থ মহিলাকে হাসপাতালে পৌঁছে মানবিক মুখ

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা সতর্কতায় সোমবার বিকেল থেকে লকডাউন শুরু হয়েছে। তাই সোমবার সকাল থেকে শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে বিভিন্ন মানুষের মনে নিজ নিজ বাড়ি ফেরার জন্য বাস ধরার হুড়োহুড়ি শুরু হয়। এরমধ্যেই জংশনে পড়ে থাকা এক অসুস্থ মহিলাকে হাসপাতালে পৌঁছে মানবিক মুখের পরিচয় দেয় শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম।

এদিন ইউনিক ফাউন্ডেশন টীমের প্রতিষ্ঠাতা তথা সমাজসেবী শক্তি পাল ওই মহিলার খবর পেয়েই জংশন পৌঁছে যান। কেও বলেন, অসুস্থ মহিলা হাওড়া থেকে এসেছেন। কেও বলেন, পাটনা থেকে এসেছেন। বিশদে কিছু জানা যায়নি। শক্তিবাবু সেই মহিলাকে হাসপাতালে পৌঁছে তাঁকে ভর্তির ব্যবস্থা করেন। তার মুখে মাস্ক পড়িয়ে তাঁকে খাবারও তুলে দেন। শক্তিবাবু বলেন, আমি এই কাজের জনা সঞ্জয়দা, রাকেশ, মহিলা টোটো চালক মুনমুনদির সহযোগিতা পেয়েছি।