নিজস্ব প্রতিবেদন ঃ তাঁর হাতে বহু মুমূর্ষু শিশুর প্রাণ বেঁচেছে। সেই শিশুদের প্রাণ বাঁচাতে এবার চেম্বারই বন্ধ রাখলেন শিলিগুড়ির বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ সুবল দত্ত। কারণ, করোনা সতর্কতা।
করোনার বিরুদ্ধে বিশ্ব জুড়ে যুদ্ধ শুরু হয়েছে। এরাজ্যে শুরু হয়েছে লকডাউন। জমায়েত আটকাতে এই লকডাউন। করোনা সংক্রমণ ঠেকাতেই এই বিশেষ ব্যবস্থা। এই অবস্থায় জমায়েত আটকাতে সচেতনতার জন্যই তিনি তাঁর চেম্বার আপাতত বন্ধ রাখলেন বলে মঙ্গলবার খবরের ঘন্টাকে জানিয়েছেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ সুবল দত্ত। ডাক্তার সুবল দত্ত বলেছেন, করোনার এই মুহুর্তে একমাত্র বিশেষ চিকিৎসা হলো সচেতনতা। আর জমায়েত বন্ধ রাখা। হাত ধুতে হবে স্যানিটাইজার দিয়ে। জরুরি দরকার ছাড়া বাইরে বের হতে হবে না। ঘরে বসে থাকলেই করোনা সংক্রমণ ঠেকানো যাবে। তবে এই সময় আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। তবে তার চেম্বারে খুব ভিড় হচ্ছিলো। তাই জমায়েত আটকাতে করোনা সতর্কতার জন্য তিনি আপাতত চেম্বার বন্ধ রাখছেন। এখনও তিনি শিলিগুড়িতে কোনও করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাননি। ফোনে ফোনে তিনি শিশুদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে ডাক্তার দত্ত জানান।