করোনার প্রকোপ বাড়ছে জলপাইগুড়িতে, পুলিশের ধরপাকড় অভিযান

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ যত দিন যাচ্ছে তত করোনার প্রকোপ বাড়ছে জলপাইগুড়িতে। বৃহস্পতিবার সকাল থেকে লকডাউনকে আরো কঠোর করতে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশের অভিযান হয় শহর এলাকায়। হাতে লাঠি নিয়ে গোটা শহর দাপালেন জলপাইগুড়ি কোতয়ালী থানার আইসি বিপুল সিনহা ও তার বাহিনী।

করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এর পরেও কিছু মানষের মধ্যে সচেতনতা নেই বললেই চলে। আজ সকাল থেকে জলপাইগুড়ি কোতয়ালী থানার আইসি বিপুল সিনহা ও তার পুলিশ বাহিনী বিনা কারনে রাস্তায় বের হওয়া লোকজনকে আটক করেছে। আবার যেসমস্ত মানুষ জরুরি কাজে বেরিয়েছেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিছু মানুষ রাস্তায় পুলিশের গাড়ি দেখে পালাতে গেলে তাদের পেছনে ধাওয়া করে পুলিশ তাদের আটক করেছে। আবার কাউকে রাস্তায় দাঁড় করিয়ে কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি কোতয়ালী থানার আইসি বিপুল সিনহা জানিয়েছেন, করোনাকে আটকাতে একমাত্র উপায় লকডাউন যেটা সাধারণ কিছু মানুষ মানছেন না। সেকারনেই আজ থেকে শুরু হওয়া পুলিশের এই ধরপাকড় অভিযান লাগাতর চলবে। লকডাউন না মেনে রাস্তায় বের হওয়া ৩০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে এদিন।