মালদায় বিপদসীমার ওপর দিয়ে বইছে মহানন্দার জল

নিজস্ব সংবাদদাতাঃখেয়াঘাট বন্ধের কারণে জলপথে বিচ্ছিন্ন ইংরেজবাজার থেকে পুরাতন মালদা। পুরাতন মালদার নিমাই সরাই খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়েছে গত ২২ জুলাই থেকে। এই খেয়াঘাট পুরাতন মালদা থেকে ইংলিশ বাজারের জলপথে যোগাযোগের প্রধান ঘাট। মহানন্দার জলস্তর দিনে দিনে বাড়ছে। বর্তমানে জলস্তর বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এই খেয়াঘাট। ফলে দুই পারের প্রচুর সাধারণ মানুষ-এর যোগাযোগের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এই ঘাট বন্ধ করা হয়নি। নিজেরাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ঘাট বন্ধ করেছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।

এই ঘাট দিয়েই পুরাতন মালদা থেকে ইংরেজ বাজার যান শয়ে শয়ে মানুষ। মালদার মহানন্দা নদীতে নিমাই সরাই খেয়াঘাট বন্ধ থাকায়, নদীর দুই ধারের মানুষকেই তাদের গন্তব্যে যাওয়ার জন্য প্রচুর ঘুরপথ ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে লকডাউন থাকায় হয়রানি আরও বেড়েছে। এর বাইরে করোনার ভয় রয়েছে।