নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২৩ জুলাইঃ শিলিগুড়িতে অস্বাভাবিকহারে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই কথা মাথায় রেখেই উপসর্গহীন করোনা রোগীদের জন্য শিলিগুড়িতে আরও একটি সেফ হোম করার কথা ভাবছে দার্জিলিং জেলা প্রশাসন। প্রাথমিকভাবে সেফ হোম তৈরি করতে বেছে নেওয়া হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল ইন্ডোর স্টেডিয়ামকে।যদিও প্রশাসনের এই পরিকল্পনার বিরোধীতা করেছে ইন্ডোর স্টেডিয়াম চত্বরের মানুষজন। আবার ইন্ডোর স্টেডিয়ামে সেফ হোম করার ক্ষেত্রে কোন সমস্যাই নেই বলে দাবী প্রশাসনের।
যেভাবে শিলিগুড়িতে করোনা সংক্রমনের সংখ্যা বাড়ছে তাতে চাপ পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, দিশান কোভিড হাসপাতাল ও চ্যাং সুপার স্পেশালিটি হাসপাতালে। উপসর্গহীন করোনা আক্রান্তদের জন্য রাজ্য সরকার সেফ হোম করার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই কোয়ারানটাইন সেন্টারগুলি ছাড়াও শিলিগুড়ির অদূরে লায়ন্স আই হাসপাতালকেও করা হয়েছে সেফ হোম। এবার প্রশাসনের পক্ষ থেকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল ইন্ডোর স্টেডিয়ামকে সেফ হোম করার পরিকল্পনা নেওয়া হয়েছে । বৃহস্পতিবার সকালে ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শনে যান শিলিগুড়ির মহকুমা শাসক সুমন্ত সহায়। স্থানীয় লোকজন প্রতিবাদ করলে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন মহকুমা শাসক সুমন্ত সহায়। এদিন মহকুমা শাসক বলেন, ইন্ডোর স্টেডিয়ামে ১০০ বেডের সেফ হোম করবেন। ইন্ডোর স্টেডিয়ামে সামান্য কিছু সংস্কার করার পরই রোগীদের আনা হবে এই সেফ হোমে। তার দাবী সেফ হোম করার ক্ষেত্রে কোন সমস্যাই নেই।