নিজস্ব প্রতিবেদনঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ত্রান তহবিলে ৫১ হাজার টাকা দান করলো উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্ট। বৃহস্পতিবার মেলার তরফে জ্যোৎস্না আগরওয়ালা একটি চেক কেটে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে টাকা জমা করেন। এই খবর দিয়েছেন জয় সরকার।
করোনা সংক্রমণ ঠেকাতে চলছে লক ডাউন পর্ব। এই অবস্থায় সরকারেরও আর্থিক ভিত মজবুত করা দরকার৷ মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের কাছে ত্রান তহবিলে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন। আর সেই আবেদনে সাড়া দিয়ে বহু মানুষ এগিয়ে আসতে শুরু করেছেন। বৃহস্পতিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের তরফে মুখ্যমন্ত্রীর তহবিলে ৫১ হাজার টাকা পাঠানো হয়।
এদিকে শিলিগুড়িতে নিবেদিতা রোড, চম্পাসারি, টাউন স্টেশন এলাকার ব্যবসায়ী সংগঠনগুলোর কর্মকর্তা মদন ভট্টাচার্য জানিয়েছেন, নিয়ম করে এক মিটার দূরত্ব বজায় রেখে দোকানে জিনিসপত্র কেনার পরামর্শ তাঁরা দিচ্ছেন মানুষকে। কোথাও কোনও কালোবাজারির অভিযোগ হলে প্রশাসন যেমন ব্যবস্থা নেবে তেমনই ব্যবসায়ী সংগঠনগুলো জরিমানা করবে। একইসঙ্গে বাজারগুলোয় সন্দেহজনক জ্বরে আক্রান্ত লোক আসছে কিনা তার ওপর নজরদারি চালাতে তারা ২২ টি সিসি ক্যামেরার বন্দোবস্ত করেছেন। কাওকে কোনও গুজবে কান না দিয়ে এই দুর্যোগের সময় মুখ্যমন্ত্রীর নির্দেশিকা মেনে চলার আবেদনও জানিয়েছেন মদনবাবু।