অসহায় এই সূত্রধর পরিবারে আলো জ্বালানোর প্রয়াস শুরু

নিজস্ব প্রতিবেদন ঃ  শেষমেষ শিলিগুড়ি ঘোঘোমালি চয়নপাড়া লাগোয়া জিতেন সূত্রধরের ঘরে আলো জ্বালানোর প্রয়াস শুরু হয়েছে। অসহায় দরিদ্র এই পরিবারটির মানবিক স্পর্শকাতর আবেদন বিগত দু-দিন ধরে খবরের ঘন্টায় পোস্ট হয়ে চলেছে। বৃদ্ধ কাঠমিস্ত্রী জিতেন সূত্রধর অসুস্থ, তাঁর একমাত্র কন্যা তাপসী সূত্রধর ইতিহাসে অনার্স নিয়ে এম এ পাশ করে আজ ঘরবন্দি।বিরল অসুখ মায়োপ্যাথি তাপসীকে বিছানায় ফেলে দিয়েছে। আর পরিবারের একমাত্র পুত্র সন্তান দীপঙ্করও উচ্চ মাধ্যমিক পাশ করে ঘরবন্দী। কারন বিরল অসুখ মায়োপ্যাথি তাঁকেও বিছানায় ফেলে দিয়েছে। ওদের চাই এখন পুষ্টিকর খাবার এবং ফিজিওথেরাপি। বিভিন্ন মানবিক গুন সম্পন্ন এই পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসছেন।
কিন্তু এ যুগে শহরের মধ্যে লন্ঠন আর কুপির আলোয় কোনো পরিবার রাত কাটাতে পারে? কুপি আর লন্ঠনের আলোয় পড়াশোনা করে এম এ এবং উচ্চ মাধ্যমিক পাশ করে তাপসী আর দীপঙ্কর তাদের মেধার পরিচয় মেলে ধরেছে।কিন্তু কেন এই পরিবার এই গরমে ফ্যান ছাড়া থাকবে? কেন ওদের ঘরে আলো জ্বলবে না? এই ভাবনা থেকে এসজেডিএ বোর্ড সদস্য গৌতম গোস্বামী এই অসহায় হতদরিদ্র পরিবারে আলো জ্বালানোর উদ্যোগ গ্রহণ করেছেন।স্থানীয় সমাজসেবী টোটোন সাহা গৌতমবাবুর নির্দেশ পেয়ে বুধবার থেকে সূত্রধর পরিবারে আলো জ্বালানোর প্রয়াস নিয়েছেন। বুধবার থেকেই সূত্রধর পরিবারে বৈদ্যুতিক ওয়্যারিং শুরু হয়েছে। আরও মানবিক এবং ইতিবাচক ভাবনার খবর শুনবেন? তবে শুনুন,স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি সুরজিৎ সরকারের কথা।আর্থিক অবস্থা তেমন ভালো নয় সুরজিৎ এর,তারমধ্যেই হতদরিদ্র এই পরিবারের অবস্থা দেখে বিনা পারিশ্রমিকে ওয়্যারিং এর কাজ করছেন সুরজিৎ। আর সমাজসেবী টোটোন সাহা গৌতম গোস্বামীর নির্দেশে বৈদ্যুতিক উপকরণ সব সংগ্রহ করে আনছেন। টিউব লাইট,ফ্যান সব কিছুর বন্দোবস্ত হচ্ছে সে বাড়িতে। অপরদিকে ব্যক্তিগতভাবে টোটোন সাহা পুষ্টিকর খাদ্যও পৌঁছে দিচ্ছেন সূত্রধর পরিবারে। শিলিগুড়ি এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক ইতিমধ্যে ওই পরিবারে চাল,ডিম সহ দুধ পৌঁছে দিয়েছেন। প্রতি মাসেই এই পরিবারে তাঁরা চাল ডাল ডিম আলু পৌঁছে দেবেন বলে নবকুমারবাবু জানিয়েছেন। সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় হাকিমপাড়ার ধ্রুব মেডিক্যাল এর মানস পালের তরফে এদিন ওই পরিবারের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দিয়েছেন। এম এ উত্তীর্ণা তাপসী ছবি আঁকতে ভালোবাসে। বাড়িতে বিদ্য্যুৎ আলো জ্বলতে শুরু করলে ছবি আঁকতে আরও সুবিধা হবে বলে তাপসী জানান।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—