নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২৫ আগস্টঃ মঙ্গলবার শিলিগুড়িতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ২৮ জন। দার্জিলিং জেলাভূক্ত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে এদিন সংক্রামিত হয়েছেন ১৮ জন। আর জলপাইগুড়ি জেলাভূক্ত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ১০ জন। এদিন শিলিগুড়ি পুরসভা এলাকার ২ ৯ ১১ ১৬ ২৫ ২৭ ২৯ ৩১ ৩৪ ৩৬ ৩৭ ৩৯ ৪৩ ৪৬ নম্বর ওয়ার্ডে করোনার সংক্রমনের খবর মিলেছে।
এছাড়া শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ১৮, মাটিগাড়া ব্লকে ২৭, খড়িবাড়ি ব্লকে ৬, ফাসিদেওয়ায় ১, সুকনায় ৪, পুলবাজার ১, সুখিয়াপোখরি এলাকায় ৩, দার্জিলিং পুর এলাকায় ৯ ও তাকদহতে ১ জনের শরীরে করোনার সংক্রমনের খবর মিলেছে।
মঙ্গলবার শিলিগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২ জনের। এরা হলেন রানিডাঙ্গার বাসিন্দা ভারতী বারিক, আর দ্বিতীয় জন হলেন ফাসিদেওয়া ব্লকের বিধান নগর শান্তিপাড়ার বাসিন্দা কল্যানী চক্রবর্তী।এদিন মোট ৫০ জন করোনা আক্রান্ত সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।