নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি হাকিমপাড়ার বাসিন্দা নির্মল কুমার ঘোষ এবার তাঁর বাসন্তি পুজোর জাঁকজমকের সবটাই বন্ধ করে দিলেন করোনা সতর্কতার কারনে। তবে তিনি ঘট পুজোর মাধ্যমে দেবী দুর্গার কাছে করোনারুপী অসুর বধের প্রার্থনা জানাবেন।
২৯ মার্চ থেকে এবার বাসন্তি পুজো শুরু। আসলে এটি দুর্গা পুজো। বসন্ত কালে রাজা সূরথ এই পুজোর প্রচলন করেন। তাই এর নাম বাসন্তি পুজো। শিলিগুড়ি হাকিমপাড়ার নির্মল কুমার ঘোষ ওরফে সুকুমার ১৯ বছর ধরে এই পুজো করে আসছেন। এবারও পুজোর প্রস্তুতি নিয়েছিলেন। মৃৎ শিল্পী বাদল পাল তৈরি করছিলেন প্রতিমা। প্রতিমা রং হয়ে গিয়েছিল। পাঁচ হাজার টাকা মৃৎ শিল্পীকে অগ্রিমও দিয়েছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির কারনে তা বাতিল করতে হলো। তাঁদের পুজোয় কলকাতা থেকে দুজন পুরোহিত আসবেন বলে টিকিটও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু তা এখন বাতিল। আবার হলদিবাড়ি থেকে চারজন ঢাকি আসার কথা ছিলো। সেটা এখন বাতিলের খাতায়। করোনা সতর্কতার জন্য ভিড় এড়াতে তাদের পুজোর সব আয়োজন বাতিল করতে হয়েছে বলে নির্মলবাবু জানান। তিনি আরও জানিয়েছেন, সব বাতিল করে তারা কোনওমতে ঘট পুজোর মাধ্যমে দেবী দুর্গার কাছে করোনারুপী মহিষাসুর বধের প্রার্থনা জানাবেন। আগামী বছর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবে তারা ভালো মতোন বাসন্তি পুজোর আরাধনায় ব্রতী হবেন। এবার তারা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করবেন।