নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার: দরিদ্র পরিবারের মেয়ে পায়েল সরকার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৬৬ নম্বর পেয়ে সাফল্য লাভ করেছে । মা বাবা ও পায়েল মিলিয়ে তিন জনের সংসার । বাবা শয্যাশায়ী । মার প্রচেষ্টায় পায়েলের পড়াশোনা কোনোক্রমে চলছে । তবে কিছু দিন আগে পায়েলের উচ্চমাধ্যমিকের সাফল্য ও পরিবারের দরিদ্রতার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়। আর সেই খবর দেখে ফালাকাটার একটি স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এলো।
ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রবিবার পায়েল সরকারের বাড়ি এসে সংবর্ধনা জানানোর পাশাপাশি পায়েল সরকারের কলেজে পড়ার ভর্তির ফি দেবেন বলে জানান । এতে পায়েলের পরিবারের প্রত্যেকে খুশি । এদিন ওই স্বেচ্ছাসেবী সংস্থার ফালাকাটার সভাপতি নিধু বৈদ্য জানান, “আমরা প্রত্যেক বছর কিছু দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করি । তবে এবছর পায়েল সরকারের খবরটি আমরা সংবাদ মাধ্যমে দেখার পর আজ পায়েলের বাড়িতে এসে সংবর্ধনা জানাই। তার পাশাপাশি পায়েলের কলেজে পড়ার জন্য ভর্তির ফি আমাদের সংস্থার পক্ষ থেকে দেওয়া হবে।