করোনার হাত থেকে বাঁচতে বিপদতাড়িনী পুজো, বিজ্ঞান মঞ্চের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতাঃ পৃথিবী তথা দেশ আজকের দিনে দাঁড়িয়ে করোনার সাথে লড়াই চালাচ্ছে। করোনা সংক্রমণের জেরে বিশ্বে এবং দেশে চলছে মৃত্যু মিছিল। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। কি করবেন, আর কি না করবেন, ভেবে পাচ্ছেন না তারা।তাই শনিবার বনগাঁ পশ্চিম পাড়া এলাকায় বিপত্তারিণী পুজোর পাশাপাশি এলাকার মহিলারা পুরোহিত ডেকে জাঁকজমক করে করোনা পুজোয় মাতলেন। রীতিমত করোনার প্রতিকৃতি বানিয়ে হোম যজ্ঞ করে চললো পুজো। তাদের একটাই দাবি, একটাই চাওয়া পাওয়া, করোনা মুক্ত হোক দেশ তথা পৃথিবী।

এই বিষয়ে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন, করোনা পুজো সম্পূর্ণটাই অবৈজ্ঞানিক। শুধুমাত্র বিশ্বাস আর আবেগ থেকেই চলছে এই পুজো। করোনার হাত থেকে মুক্তি পেতে বিজ্ঞানের উপর নির্ভরশীল হওয়ার পক্ষে মত প্রকাশ করেন তিনি।

করোনা পুজোর খবর পেয়ে করোনা সংক্রমিত এলাকায় পৌঁছন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। পুজোর নামে কুসংস্কার ছড়ানো হচ্ছে এই অভিযোগে এলাকায় পোস্টারিং করা হয় বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে।