জলপাইগুড়িতে জেলা পুলিশের কর্মী সংখ্যা বৃদ্ধি সহ জেলা পুলিশের পরিকাঠামো উন্নয়নের প্রস্তাব

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ জলপাইগুড়ি জেলা পুলিশের কর্মী সংখ্যা বৃদ্ধি সহ জেলা পুলিশের পরিকাঠামো উন্নয়নের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন উত্তরবঙ্গ পুলিশের আইজি বিশাল গর্গ। ক্রাইম কন্ট্রোল ও ট্রাফিক কন্ট্রোলের ওপরও জোর দিয়েছেন আইজি।সদ্য দায়িত্ব পেয়ে মঙ্গলবার জলপাইগুড়ি পুলিশলাইনে জেলা পুলিশের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন আইজি।

উত্তরবঙ্গ পুলিশের আইজি হিসেবে দায়িত্ব নেবার পরেই জলপাইগুড়িতে পরিদর্শনে এলেন বিশাল গর্গ।এদিন জলপাইগুড়ি পুলিশ লাইনের কনফারেন্স রুমে আইজি জেলার পুলিশ সুপার সহ প্রত্যেক থানার ওসি, আইসিদের সাথে বৈঠক করেন।এদিন আইজি জেলার ক্রাইম কন্ট্রোল নিয়ে আলোচনা করার পাশাপাশি জেলার ট্রাফিক ব্যবস্থা কেমন তাও খতিয়ে দেখেন।জেলা ট্রাফিক ব্যবস্থার কি কি উন্নয়ন ঘটানো সম্ভব, কি কি সমস্যা আছে তাও জানার চেস্টা করেন।

পুলিশের উত্তরবঙ্গ রেঞ্জের আইজি বিশাল গর্গ বলেন, জলপাইগুড়িতে জেলার ক্রাইম ও ট্রাফিক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এমনকি করোনা নিয়েও আজ আলোচনা হয়েছে।পুলিশ কর্মীরা কতটা সতর্ক রয়েছেন, এমনকি যারা করোনা পজিটিভ তাদেরকে কিভাবে দেখা হচ্ছে এসব নিয়ে আলোচনা হয়েছে।জলপাইগুড়ির পরিকাঠামো নিয়ে বেশ কিছু ইস্যু রয়েছে।যা একটু সময় সাপেক্ষ বিষয়।কর্মী কম আছে ঠিকই।কিন্তু বিভিন্ন থানার কর্মীর সংখ্যা বৃদ্ধির একটা প্রস্তাব আছে।

এদিন উত্তরবঙ্গ পুলিশের জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি কল্যান মুখোপাধ্যায়, জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদী, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথারাও ,অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ডেংডুপ শেরপা সহ জেলার ময়নাগুড়ি, ধুপগুড়ি,বানারহাট,কোতয়ালি থানার আইসি সহ বিভিন্ন থানার ওসিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।