পয়লা জুলাই থেকে দৈনিক মজুরি বৃদ্ধি হচ্ছে ছোট চা বাগানে কর্তব্যরত চা শ্রমিকদের

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ করোনা কালে শ্রমিক ছাটাই কিংবা বেতন কমিয়ে দেওয়া নয়। উল্টো পথে হাটলেন উত্তরবঙ্গের ক্ষুদ্র চা বাগানের মালিকরা।১ জুলাই থেকে দৈনিক মজুরি বৃদ্ধি হচ্ছে ছোট চা বাগানে কর্তব্যরত চা শ্রমিকদের।আগে শ্রমিকদের দৈনিক মজুরি ছিলো ১৫০ টাকা।

মঙ্গলবার জলপাইগুড়ি আইটিপিএ হলে বৈঠকে বসে ক্ষুদ্র চা বাগান সংগঠন। এদিনের বৈঠকে ছয়টি চা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মার্চ মাসে বৈঠক হয়েছিল। এরপর লকডাউন হতেই শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে সমস্যার সমাধান হয়নি। অবশেষে এদিন শ্রমিকদের বেতন বাড়িয়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হল। এক বছর এখন থেকে শ্রমিকেরা ১৫৯ টাকা করে মজুরি পাবেন। স্থায়ী ও অস্থায়ী শ্রমিক সকলের বেতন বাড়ানো হল। জলপাইগুড়ি ক্ষদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, এবার তা বাড়িয়ে ১৫৯ টাকা করা হলো। এই সিদ্ধান্তের ফলে উত্তরবঙ্গে বিভিন্ন ছোট চা বাগান মিলিয়ে লক্ষাধিক চা শ্রমিক উপকৃত হবেন বলে জানান তিনি।